গান্ধীজীর তিরোধান দিবসের সর্বধর্ম প্রার্থনা সভায়, বাঁকুড়াকে স্বচ্ছ ও নির্মল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জেলাশাসকের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে জেলা শাসকের বাসভবন হিল হাউসে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
বিভিন্ন ধর্মের প্রধানরা এদিন এক সাথে প্রার্থনা সভায় মিলিত হন। এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীর বিশিষ্ট নাগরিকরাও এই সভাতে অংশ নেন।পাশাপাশি,জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু,জেলাশাসক উমাশঙ্কর এস, প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিশেষ দিনে গান্ধীজীর আদর্শ মেনে সারা বাঁকুড়া জেলাকে স্বচ্ছ ও নির্মল জেলা হিসেবে গড়ে,তোলার জন্য জেলাবাসীকে অঙ্গীরকার বদ্ধ হওয়ার আহ্বান জানান জেলাশাসক উমা শঙ্কর এস।
#দেখুন 🎦ভিডিও👇
[embed]