বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: (সঞ্জয়,ঘটক,সারেঙ্গা) : চোখের পলকে দৃষ্টি বিচার।জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য বিনামূল্যে চোখের পরীক্ষা ও চিকিৎসার সুবিধা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।যার পোষাকি নাম 'পলক'। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় এই শিবির আজ অনুষ্ঠিত হল জঙ্গলমহলের সারেঙ্গা থানা প্রাঙ্গনে। এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারী।তিনি বলেন জেলার জঙ্গলমহলের সব কটি থানায় এমন শিবিরের আয়োজন করবে জেলা পুলিশ।
চোখের পরীক্ষা,চিকিৎসা এবং প্রয়োজন হলে অস্ত্রপ্রচারেরও ব্যবস্থাও একেবারে বিনামূল্যে করবে জেলা পুলিশ।সারেঙ্গার এই শিবির চলবে টান দুইদিন ধরে।এবং এই দুই দিনে অন্তত ৫০০ জনের চোখের পরীক্ষা করা হবে বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇