বুধবার তালডাংরা উপ নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন বিজেপি ও বাম প্রার্থী ,বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন তৃণমূল প্রার্থী।

প্রধান বিরোধী দুই দল বিজেপি ও সিপিএমের প্রার্থীরা বুধবার তাদের মনোনয়ন জমা দেন।বৃহস্পতিবার এই আসনে মনোনয়ন পত্র দাখিল করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।;

Update: 2024-10-24 02:48 GMT

বাঁকুড়া২৪x৭,প্রতিবেদন : তালডাংরা বিধানসভার উপ নির্বাচনে বুধবার মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি ও বাম প্রার্থী। খাতড়া মহকুমা অফিস,চত্ত্বর এই দুই প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে। এদিন কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। অনন্যা দেবীর মনোনয়ন দাখিল পর্বে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার,বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল সহ অন্যন্য নেতা ও নেত্রীরা। অনন্যা দেবী নিজেকে তালডাংরার ভূমিকন্যা হিসেবে দাবি করেন।

এই আসনে জয় লাভের জন্য তিনি রাজ্যের নারী সুরক্ষা ইস্যুকেই হাতিয়ার করবেন বলে ইঙ্গিত দেন এদিন।অন্যদিকে, পেশায় শিক্ষক বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তীও এদিন তার মনোনয়ন পত্র জমা৷ দেন। তিনি বলেব বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কার্যকলাপে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন।তাই এবার তারা বামেদের সমর্থন করবেন।এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও দাবি করেন তিনি।প্রধান বিরোধী দুই দল বিজেপি ও সিপিএমের প্রার্থীরা বুধবার তাদের মনোনয়ন জমা দেন।বৃহস্পতিবার এই আসনে মনোনয়ন পত্র দাখিল করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News