পরিবেশ প্রেমী এম্বুলেন্স চালকের তৎপরতায় খাতড়ায় উদ্ধার বিশালাকার ময়াল সাপ।

প্রায় ৫ ফুট লম্বা ও ৭ কেজির মতো ওজন হবে সাপটির। এই প্রমাণ সাইজের ময়াল এলাকায় সচরাচর দেখা যায় না।বৃষ্টির ফলে উঁচু এলাকা থেকে হয়তো সাপটি সমতলে নেমে এসেছে বলে মনে করা হচ্ছে।

Update: 2023-08-03 09:31 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( সঞ্জয় ঘটক,খাতড়া) : খাতড়া মহকুমা হাসপাতালের মেন গেটের সামনে থেকে একটি বিশালাকার ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞল্য ছড়াল এলাকায়। বুধবার রাতে এই ময়াল সাপটিকে উদ্ধার করেন এক এম্বুলেন্স চালক।বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার বাসিন্দা এম্বুলেন্স চালক দিব্যেন্দু গোস্বামী নিজের এলাকায় পশু,পাখি ও পরিবেশ প্রেমী হিসেবে পরিচিত। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে এলাকায় কাজও করেন। তাই সাপটি নজরে পড়তেই তিনি নিজেই উদ্ধারের কাজে হাত লাগান এবং তা বন দপ্তরের হাতে তুলে দেন। তিনি বলেন,এটির প্রায় ৫ ফুট লম্বা ও ৭কেজির মতো ওজন হবে।

এই প্রমাণ সাইজের ময়াল এলাকায় সচরাচর দেখা যায় না।বৃষ্টির ফলে উঁচু এলাকা থেকে হয়তো সাপটি সমতলে নেমে এসেছে।এই প্রজাতির সাপ মুলত পাহাড়ি এলাকায় দেখা যায়।এদিকে,এই সাপ উদ্ধারের ঘটনা চাক্ষুষ করতে বর্ষার রাতেই ভীড় জমতে থাকে উৎসাহী জনতা। বন দপ্তর ময়ালটির প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় পাহাড়ি এলাকার জঙ্গলে ছেড়ে দেবে বলে জানা গেছে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News