জেলায় ঘাঁটিগাড়া হাতির পাল ময়ূরঝর্ণায় ফেরানোর দাবীতে সরব হল সংগ্রামী গণমঞ্চ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় ঘাঁটিগাড়া ৫০টি হাতির দলকে ময়ুরঝর্ণায় পাঠানোর দাবীতে সরব হল জেলার সংগ্রামী গণমঞ্চ। আজ জেলার উত্তর বন্ধ বিভাগের বনাধিকারিক ভাস্কর জেলির সাথে দেখা করে মঞ্চের ১০ জনের এক প্রতিনিধি দল তাদের দাবী পত্র তুলে দেন। গণমঞ্চের তরফে, অবিলম্বে হাতির দলকে ময়ূরঝর্ণায় পাঠানো এবং হাতির হানায় মৃতের পরিবারের এক জন সদস্যকে চাকরি দেওয়ার দাবী পূরণ এবং হাতির আক্রমণে আহত কর্মক্ষমতা হারালে তাদের মাসিক সহায়তা ভাতা প্রদানেরও দাবী তোলা হয়েছে।