মুখ্যমন্ত্রী শালতোড়ার প্রশাসনিক সভা মঞ্চে জেলার জন্য কি,কি উপহার দেবেন ? আগাম জেনে নিন।

Update: 2018-11-25 15:05 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় এসে মুখ্যমন্ত্রী জেলার জন্য কী উপহারের ডালি সাজিয়ে রাখবেন তার আগাম আভাষ এক নজরে:

এবারের জেলার শালতোড়ায় প্রশাসনিক সভায় পুরুলিয়া ও বাঁকুড়া মিলিয়ে একসাথে এক গুচ্ছ পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বাঁকুড়াবাসী শিলান্যাস ও উদ্বোধন মিলিয়ে উপহার পেতে চলেছেন প্রায় ১৫০টি প্রকল্পের।

জেলার খরা প্রবন ব্লক গুলিতে চেক ড্যাম ও পুকুর খননের মাধ্যমে প্রায় ১০ হাজার হেক্টর চাষের জমিতে প্রায় ১৫০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

জেলার শিল্পের বাতাবরনের উন্নতির জন্য রায়পুর ও গঙ্গাজলঘাটিতে দুটি শিল্প তালুকের ঘোষনা করা হবে এদিন।

শালতোড়ায় ৭ কোটি ব্যায়ে তৈরী ঝিলেরও এদিন উদ্বোধন হবে বলে জানিয়েছেন জেলা শাসক ডাঃউমাশঙ্কর এস।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News