প্রয়াত বাঁকুড়ার ৯ বারের সাংসদ,বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া।

দলীয় সুত্রে জানা গেছে,বাসুদেব বাবুর এক মেয়ে বিদেশে থাকেন,এদেশে ফিরতে মঙ্গলবার হয়ে যাবে তিনি ফেরার পর সেকেন্দ্রাবাদেই প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

Update: 2023-11-13 11:35 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রয়াত বাসুদেব আচারিয়া। এই বর্ষীয়ান সিপিএম নেতা তথা বাঁকুড়ার ন’বারের সাংসদ সোমবার দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বাসুদেব আচারিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্ম গ্রহন করেন বাসুদেব আচারিয়া। সেখানেই পড়াশোনা। ছাত্র বয়সেই বাম আন্দোলনে যুক্ত হন তিনি।

আদিবাসী আন্দোলন,স্বাক্ষরতা অভিযানে তার অবদান উল্লেখযোগ্য। বিমান বসুর হাত ধরে তার সংসদীয় রাজনীতিতে পা রাখা।বিমান বাবুই. ১৯৮০ সালে বাঁকুড়া কেন্দ্র লোকসভায় তাঁকে প্রার্থী করেন।সেই থেকে টানা ৯ বার তিনি সাংসদ নির্বাচিত হন বাঁকুড়া কেন্দ্রে।তিনি ২০১৪ পর্যন্ত বাঁকুড়ার সাংসদ ছিলেন। রেলের শ্রমিক আন্দোলনেরও অন্যতম নেতাও ছিলেন বাসুদেব।আচারিয়া।রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবেও সাফল্যের সাথে কাজ করেছেন তিনি।বাঁকুড়া-মশাগ্রাম রেলপথ চালুর পিছনে বাসুদেব বাবুর অবদান রয়েছে।২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মুনমুন সেনের কাছে পরাজিত হন।

দলীয় সুত্রে জানা গেছে,বাসুদেব বাবুর এক মেয়ে বিদেশে থাকেন,এদেশে ফিরতে মঙ্গলবার হয়ে যাবে তিনি ফেরার পর সেকেন্দ্রাবাদেই প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন হবে। ইদানিং বাসুদেব আচারিয়া ছেলের সাথে এখানেই ছিলেন। তার এই মৃত্যুতে বাঁকুড়া ও পুরুলিয়া জুড়েও শোকের ছায়া নেমে এসেছে।

Tags:    

Similar News