আসামে ৫ বাঙ্গালী হত্যার প্রতিবাদে ডাকা প্রতিবাদ সভা ও পদযাত্রায় যোগ দিতে শনিবার বাঁকুড়া আসছেন তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Update: 2018-11-02 11:45 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আসামে ৫ বাঙ্গালী হত্যার প্রতিবাদে শনিবার পদযাত্রায় অংশ নিতে বাঁকুড়া আসছেন তৃণমুল যুব নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার বিকেল চারটে নাগাদ শহরের হিন্দু হাই স্কুল ময়দান থেকে এই পদযাত্রা শুরু হবে। জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে অন্তত দশ হাজার কর্মী সমর্থক এই পদযাত্রায় যোগ দেবেন।

শহর পরিক্রমার পর মাচানতলায় ট্যাক্সিস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভাও হবে। সেই সভায় বক্তব্যও রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর অন্যান কর্মসূচী তে যোগ দেবেন তিনি।

Similar News