সরকারের ভুল,ত্রুটি সংশোধনে বিরোধীদের সমালোচনার ভূমিকা গুরুত্বপূর্ণ, বিষ্ণুপুর মেলার উদ্বোধনী মঞ্চে এমনটাই জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Update: 2018-12-24 07:19 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ''রাজ্য সরকারের ভুল,ত্রুটি সংশোধনে বিরোধীদের সমালোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জন্য, বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে ৭০শতাংশ সময় বিরোধীদের জন্য দেওয়ার চেষ্টা করি"-বিষ্ণুপুর মেলার উদ্বেধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবী করলেন বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি,তিনি এদিন বলেন তৃণমূল সরকারের আমলে রাজ্য সাংস্কৃতিক বিপ্লব ঘটেছে।এমনকি মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইকন প্রকল্প 'কন্যাশ্রী'র সাাফল্যও তুলে ধরেন।এবং সমাজ ও দেশের অগ্রগতিতে নারী শক্তির ভূমিকার পক্ষেও জোর সওয়াল করেন তিনি।

বিষ্ণুপুর জাতীয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট পুরাতত্ত্ববিদ চিত্তরঞ্জন দাশগুপ্ত। এছাড়াও প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, জেলা শাসক ডাঃউমাশঙ্কর এস, বিষ্ণুপুর পুরসভার পুর প্রধান শ্যাম মুখোপাধ্যায়, এসডিও মানস কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।[embed]Full View

Similar News