ওন্দার দেশবাঁধে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা গাড়ীর,আহত ৬, পুলিশকে ঘিরে বিক্ষোভ জনতার।
#বাঁকুড়া২৪Xপ্রতিবেদন : পথ দূর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভে উতপ্ত হল ওন্দার দেশবাঁধ এলাকা। ঘটনার জেরে বেশকিছুক্ষণ জাতীয় সড়কে ব্যহত হয় যান চলাচলও।
ওন্দা থানার দেশবাঁধে একটি মোটর গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় আহত হন ৬ জন। তাদের, ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে,এই ঘটনার পর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করার দাবীতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ-অবরোধের জেরে ব্যহত হয় যান চলাচল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। [playlist data-type="video" ids="913"]