বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে শুশুনিয়ায় ধামসা- মাদলের তালে নেচে নজর কাড়লেন সায়ন্তিকা।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শুশুনিয়া পাহাড়ের কোলে শিউলিবোনা গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন ধামসা,মাদলের তালে আদিবাসী রমনীদের সাথে নেচে নজর কাড়েন তিনি। টলিউডে অভিনেত্রীদের মধ্যে নাচে সায়ন্তিকার সৃজনশীলতার খ্যাতি আছে। রীতিমতো তিনি এই নাচ উপভোগও করেন। তবে আজকে প্রকৃতির আঙ্গিনায় ধামসা,মাদলের তালে এই আদিবাসী নাচে অংশ নেওয়ার অনুভূতি তার মন ভরিয়ে দিয়েছে।এর আগেই সায়ন্তিকা ঘোষণা করেছিলেন তিনি সাঁওতালি সিনেমায় অভিনয় করবেন। আজ আরও একবার সেই প্রসঙ্গ টেনে তিনি সাফ জানিয়ে দিলেন আগামী বছর এই বিশ্ব আদিবাসী দিবসেই তার সাঁওতালি ছবি রিলিজ হতে পারে।আর তার পক্ষ থেকে এটাই হবে বড়ো উপহার।
সারা সাঁওতালি সমাজের পাশাপাশি আমরাও সায়ন্তিকার সাঁওতালি ছবি রিলিজের অপেক্ষা থাকলাম। আশা করছি আসছে বছর ৯ আগষ্ট মুক্তি পাবে এই ছবি।
👁️দেখুন 🎦ভিডিও। 👇