বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সোমবার ঠিক দুপুর ১২ টা ২০ মিনিট নাগাদ শুরু হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজো এবং ১২ টা ২৯ মিনিট নাগাদ পুরোহিতরা মন্দিরের গর্বগৃহে ভগবান রামের মূর্তি স্থাপন করবেন।তার আগে সারা দেশের সাথে বাঁকুড়া জেলা জুড়ে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌছেছে। রবিবার থেকে শহর ঢেকেছে গেরুয়া পতাকায়।শহর সাজছে বিশাল,বিশাল রামের কাটআউটে। সতীঘাটে রাম মন্দিরে সোমবার বিশেষ পুজোর আয়োজন থাকছে। পাশাপাশি,হনুমান মন্দিরে রবিবার থেকে।অখন্ড রামায়ণ পাঠ শুরু হয়েছে। মহিলারা এখানে রামায়ণ পাঠ করছেন। শহরের বিভিন্ন প্রান্তে রাম ভক্তদের শোভাযাত্রা নজরে পড়েছে।
শুধু শহর বাঁকুড়া নয়। তৈরি জঙ্গলমহলও। রবিবার জঙ্গলমহলের খাতড়ায় সোমবারে আয়োজন করা হয়েছে বিশেষ যজ্ঞের অনুষ্ঠান। রবিবার সেই যজ্ঞের কুন্ড নিজে হাতে বানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।তিনি বলেন,খাতড়ার এটিএম গ্রাউন্ডে রামলালার প্রতিষ্ঠা অনুষ্ঠান এলইডি স্ক্রিনে দেখানোর পাশাপাশি বিশেষ যজ্ঞও হবে সোমবার।বাঁকুড়া শহরের লাল।বাজারেও বিশাল এলইডি স্ক্রিন থাকছে। লাইভ সম্প্রচারের পাশাপাশি সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকছে ঠাসা কর্মসুচি।লালবাজার দুর্গা উৎসব প্রাঙ্গণে সকাল ৭ ট থেকে চন্ডীপাঠ, সকাল ৮ টায় মঙ্গলঘট আনয়ন কর্মসুচি রয়েছে।
দুপুরে পুজো এবং প্রসাদ বিতরণ,বিকেলে রাম নাম ভজন,সন্ধ্যায় ১০ হাজার প্রদীপ প্রজ্বলন এবং ৭ টা থেকে ৯ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাঁকুড়া শহরের শ্রীরাম সংকীর্তন সমিতি। এছাড়া সারা জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে থাকছে সকাল থেকে নানান ধর্মীয় অনুষ্টান।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇