এবার মল্লভূমে দূর্গাপুজো চলবে টানা ১ মাস ১৬ দিন। আজ ৯টি তোপ ধ্বনির মধ্য দিয়ে সূচনা হল শারদোৎসবের।
প্রায় ১০২৪ বছরের পরম্পরা মেনে নব্যমাদি কল্পআরম্ভে মল্লভুমের অধিষ্ঠাত্রী দেবী মৃন্ময়ী মন্দিরে পটে আবাহন করা হল বড়ো ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানীকে। ফলে এদিন থেকেই শুরু হল দুর্গাপুজো। এবার আশ্বিন মাস মল মাস হওয়ায় এই পূজো চলবে টানা ১ মাস ১৬ দিন ধরে।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কামানের ৯টি তোপধ্বনির মধ্যদিয়ে মল্লরাজ বংশের কুল দেবী মৃন্ময়ীর মন্দিরে সূচনা হল শারদীয়ার দূর্গা পূজার। এবার আশ্বিন মাস মল মাস হওয়ায় পুজো চলবে টানা ১ মাস ১৬ দিন ধরে। এই পূজো বলিনারায়ণী রীতি মেনে হয়ে আসছে।তাই নবম্যাদি কল্পারম্ভে শুরু হয় পূজো।
পটে আঁকা বড়ো ঠাকরানীর, মেজ ঠাকুরানী ও ছোটো ঠাকুরানীর পুজো এখানকার মুল বৈশিষ্ট্য।৯৯৭ খ্রীস্টাব্দে উনবিংশতম মল্লরাজ জগৎ মল্লের প্রতিষ্ঠিত এই পুজো এবার ১০২৪ বছরে পড়ল।
এই পুজো মল্লভূম তথা বিষ্ণুপুরের রাজ পরিবারের ইতিহাসকে প্রতিবছর মনে করিয়ে দেয় প্রতিটি মল্লভূমবাসীকে।
দেখুন 🎦 ভিডিও। 👇