মাচানতলার পিসি জুয়েলার্সে ধনতেরাস ধামাকা,সোনার গয়নায় মজুরিতে ২৫% ছাড়,সাথে লাকি ড্র।

ধনতেরাস ধামাকা অফরে আগামী ১২ ই নভেম্বর পর্যন্ত সোনার গয়নার মজুরিতে মিলবে ২৫% ছাড়। সাথে লাকি ড্র এর কুপন।এই লাকি ড্রতে এলইডি টিভি,মিক্সচার গ্রাইন্ডার,কুকার সহ একগুচ্ছ উপহার জেতার সুযোগ রয়েছে।;

Update: 2023-11-03 14:39 GMT



বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ায় সোনার আলঙ্কারের সনাতনী আঙ্গিক থেকে হাল ফ্যাশনের ফিউশন সব ক্ষেত্রেই নিজস্ব ঘরানা কে পাথেয় করেই ক্রেতার মন জয় করে নিয়েছে শহরের মাচানতলার পিসি জুয়েলার্স। দেখতে বড়ো সড়ো অথচ ওজনে হালকা- এমন সোনার গয়নার চাহিদ এখন তুঙ্গে।আর এমন ট্রেন্ডি লুকের সোনার গয়নার হরেক পসরা সাজিয়ে, ধনতেরাস উপলক্ষ্যে ধামাকা অফার দিচ্ছে পিসি জুয়েলার্স। আগামী ১২ ই নভেম্বর পর্যন্ত সোনার গয়নার মজুরিতে মিলছে ২৫% ছাড়। সাথে লাকি ড্র এর এন্ট্রি কুপন। এই লাকি ড্রতে এলইডি টিভি,মিক্সচার গ্রাইন্ডার,কুকার সহ একগুচ্ছ উপহার জেতার সুযোগ রয়েছে।

লাকি ড্র হবে কালীপুজোর দিন দুপুরে। এবং তা সরাসরি দেখা যাবে পিসি জুয়েলার্সের ফেসবুক ও ইন্সটাগ্রাম পেজে।পিসি জুয়েলার্সের কর্নধার সত্যজিত দে জানান, একেবারে লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী ওজনে হালকা অথচ দেখতে ভারী এমন গয়নার প্রচুর স্টক রয়েছে।যারা বিয়ের গয়না এখন বুক করবেন তাদের জন্যও ধনতেরাস উপলক্ষ্যে অফার থাকছে।তাই এই অফার উপভোগ করতে চলে আসুন বাঁকুড়া শহরের মাচানতলায় পিসি জুয়েলার্সের শোরুমে। আরও বিশদে জানতে, পিসি জুয়েলার্সের কাস্টমার সার্ভিস নাম্বার 7364982491তে কল করে নিতে পারেন।বা আপডেট পেতে সংস্থার ফেসবুক পেজে নজর রাখুন।

মনে রাখবেন,এই অফার চলবে কালিপুজোর দিন দুপুর পর্যন্ত।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View

পিসি জুয়েলার্সের ফেসবুক পেজে পৌঁছাতে এই লেখার ওপর ক্লিক করুন।

Tags:    

Similar News