কলকাতার আদলে শহরে শুরু হল ক্যানভাস অঙ্কন শিক্ষা কেন্দ্রের চিত্র প্রদর্শনী ও বিক্রয় মেলা। চলবে ২৮ শে ডিসেম্বর পর্যন্ত।

Update: 2018-12-27 13:55 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শিল্পী রামকিঙ্কর, যামিনী রায়ের জেলা বাঁকুড়ায়, রঙ -তুলির সৃজনে ক্যানভাসে ফুটিয়ে তোলা শিল্প ভাবনার সম্ভার নিয়ে শুরু হল চিত্র প্রদর্শনী। শহরের 'ক্যানভাস অঙ্কন শিক্ষা কেন্দ্রে'র উদ্যোগে চাঁদমারীডাঙ্গার একটি বেসরকারী হোটেলের সভাকক্ষে চলছে দুই দিনের এই চিত্রকলা প্রদর্শনী।

আজ, বৃহস্পতিবার দুপুরে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হল। চলবে শুক্রবার পর্যন্ত। প্রদর্শনী খোলা থাকবে দুপুর ১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত।

আজ, আনুষ্ঠানিক সূচনার দিন, ক্ষুদে শিল্পীদের জন্য ছিল অঙ্কন প্রতিযোগিতার আসরও।

শিল্পীদের নজর কাড়া ছবির প্রদর্শনীর পাশাপাশি,থাকছে ছবি বিক্রির ব্যবস্থাও।নিজের সংগ্রহে রাখতে বা নুতন বছরে প্রিয়জনকে উপহার দিতে, আপনিও কিনে ফেলতে পারেন দারুণ,দারুণ ছবি। ছবির পাশাপাশি, রয়েছে নানা ভাস্কর্যের সম্ভারও।

শহর বাঁকুড়ায় মেট্রো শহরের আদলে এমন চিত্র প্রদর্শনী সহ বিক্রয় মেলার আয়োজন সত্যিই তারিফ যোগ্য।

শিল্প রসিক হলে আপনিও পাড়ি দিন এই প্রদর্শনীতে।

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News