আসামেব ৫ বাঙ্গালী হত্যার প্রতিবাদে বাঁকুড়ায় পথে হেঁটে, প্রতিবাদে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Update: 2018-11-03 11:10 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আসামের ৫ বাঙ্গালী হত্যার প্রতিবাদে মহা মিছিলে হাঁটলেন তৃণমূল যুব নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন শহরের হিন্দু হাই স্কুল ময়দান থেকে মাচানতলা পর্যন্ত কালো পতাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে পায়ে পা মেলালেন হাজার,হাজার ত্ণমূল কর্মী সমর্থক ও জেলার বিধায়ক,জন প্রতিনিধি সহ জেলার নেতারাও সামিল হন। এই মহা মিছিলের পর প্রতিবাদ সভায় যোগ দেন তৃণমূল সর্ব ভারতীয় যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

#দেখুন ভিডিও।

[embed]Full View

Similar News