#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুর লোকসভা আসনে বিজেপি যে, সদ্য তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সোমিত্র খাঁকেই তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী করবে এমনাটা ধরে নিয়েই তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার পর্যবেক্ষক,তথা যুব নেতা আভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সোনামুখীর রামপুর হাইস্কুল মাঠে দলীয় কর্মী সভায় সোমিত্রকে আগাগোড়া আক্রমণ শানান।
#দেখুন 🎦ভিডিও👇[embed]