বিজেপির সভায় যোগ দেওয়ার প্রচার করায় কর্মীদের ওপর হামলা,আহতদের নিয়ে জিঘাটি থানায় শুভেন্দু অধিকারী,দোষীদের গ্রেপ্তার না করলে থানায় ধর্ণার হুমকি।

এখন,দেখার আদৌ দোষীদের গ্রেপ্তারের পথে হাটে জেলা পুলিশ না হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তা নিয়ে এলাকার রাজনৈতিক মহল জুড়ে জোর চর্চাও চলছে।;

Update: 2023-07-01 04:11 GMT

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে শুক্রবারের শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচার সভার ফেস্টুন টাঙ্গানো ও সভায় যোগ দেওয়ার জন্য প্রচার চালানোর অপরাধে কয়েকজন বিজেপি কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই হামলায় আহতদের সাথে নিয়ে সরাসরি গঙ্গাজলঘাটি থানায় হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি,থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাফ জানিয়ে দেন যদি দোষীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে থানায় ধর্ণায় বসবেন।সেই অধিকার তার আছে।পাশাপাশি,তিনি পুলিশ কে সতর্ক করে বলেন,


 শেষে এই হামলার ঘটনায় গ্রেপ্তারির জন্য কলকাতা হাইকোর্ট যেন দ্বারস্থ হতে না হয়। আচমকা শুভেন্দু অধিকারীর মতো হাই প্রোফাইল নেতা থানায় হাজির হওয়ায় পুলিশ কর্মী থেকে আধিকারিকদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে।এখন,দেখার আদৌ দোষীদের গ্রেপ্তারের পথে হাটে জেলা পুলিশ না হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তা নিয়ে এলাকার রাজনৈতিক মহল জুড়ে জোর চর্চা চলছে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View



Tags:    

Similar News