কেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এত বড়ো কান্ড ঘটালেন বহিস্কৃত বিজেপি নেতারা? শুনে নিন তাদের মুখ থেকেই।

Update: 2023-09-12 17:53 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দলে একনায়কতন্ত্র,স্বজন পোষনের মতো অভিযোগ তোলার পাশাপাশি,পঞ্চায়েত ও পুরভোটে দলের ভরাডুবি ও বিজেপি নেতাদের বহিস্কারের প্রতিবাদেই খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে শবক শেখাতেই নাকি তালা বন্দি করে প্রতীকী আন্দোলনে সামিল হন সুভাষ সরকারের বিপক্ষ লবি। সংবাদ মাধ্যমে এই বিক্ষোভ আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সদ্য বহিস্কৃত বিজেপি নগর যুব মোর্চার সভাপতি মোহিত শর্মা,বাঁকুড়া বিধণসভার কনভেনার কৌশিক সিংহ সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান৷এবং এই কান্ড কেন ঘটল তা স্পষ্ট করে জানিয়ে দেন এদিন।

আর এই দুই নেতা সহ মোট চারজনের নামে বাঁকুড়া সদর থানায় অভিযোগও দায়ের হয়েছে।এদিকে,এই প্রতীকী বন্দী বিক্ষোভ কর্মসূচি চলা কালীন আচমকা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডলকে মারধরেরও অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পাশাপাশি,সুনীল বাবুর দাবি,তৃণমূলের সাথে যোগসাজস করেই এই কান্ড ঘটিয়েছে। এরা আসলে দলের ক্ষতি করতে চাইছে বলেও তোপ দাগেন এই বহিস্কৃত নেতাদের বিরুদ্ধে।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News