জেলায় মোটের ওপর ভোট চলছে শান্তিতেই,বুথে,বুথে ভোটারদের দীর্ঘ লাইন,অশীতিপর বৃদ্ধাও কোলে চড়ে দিলেন ভোট।

Update: 2023-07-08 09:28 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্য জুড়ে যেখানে পঞ্চায়েত ভোটের অশান্তি জেরে মৃত্যু মিছিল, সেখানে উৎসবের মেজাজে ভোট চলছে বাঁকুড়ায়। জেলার জঙ্গলমহল থেকে সর্বত্র বুথে,বুথে সকাল থেকেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। জঙ্গলমহলের রাইপুর,সারেঙ্গা সহ প্রায় সব বুথেই এবার মহিলাদেরও লম্বা লাইন নজরে পড়েছে।জেলার সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হলেও জঙ্গলমহলের কিছু,কিছু বুথে দেখা মিলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।এদিকে,রাইপুর বিধানসভার মোহুলবনী প্রার্থমিক বিদ্যালয়ে অশীতিপর বৃদ্ধাকে দেখা গেল কোলে চড়ে তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন।

 এদিকে, সকাল থেকেই বিভিন্ন বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া ধীর গতিতে চলছে বলে অভিযোগ মিলেছে।দুপুর ১২ টা পর্যন্ত জেলায় মোটের ওপর ভোট গ্রহণের হার প্রায় ২৪ %। ফলে অনেক বুথেই সন্ধ্যে পর্যন্ত ভোট গড়াবে তার একটা আভাস মিলছে দুপুর থেকেই। এখনও পর্যন্ত জেলায় বড়ো কনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। সকালে সোনামুখীতে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হওয়ার ঘটনা ছাড়া কোন অশান্তির খবর নেই। জেলা নির্বাচন দপ্তর সুত্রেও জানানো হয়েছে জেলায় মোটের ওপর দুপুর পর্যন্ত ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণ ভাবেই।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News