সুভাষ সরকারকে বাধা,শালতোড়ায় পানীয় জলের দাবিতে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ,বচসায় জড়িয়ে পড়লেন সুভাষ বাবুও।

Update: 2024-05-25 11:00 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : গ্রামে পা রাখতেই রে,রে করে তেড়ে গেলেন গ্রামবাসীরা। ষাটোর্ধ বৃদ্ধরাও ফেটে পড়লেন ক্ষোভে৷ তাদের অভিযোগ গ্রামে পানীয় জলের সঙ্কট। অথচ সঙ্কট মেটাতে কোন উদ্যোগ নেননি সুভাষ সরকার। তাই ভোটের দিন গ্রামে পেয়ে তারা ক্ষোভ উগরে দিলেন।বাঁকুড়া লোকসভার শালতোড়া বিধানসভা এলাকার ঝঙ্কা বুথের ঘটনা। সুভাষ বাবুও খানিক মেজাজ হারান। তিনিও রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের সাথে। ক্ষুব্ধ গ্রামবাসীরা কার্যত তেড়ে গ্রাম থেকে সুভাষ বাবুকে হটিয়ে দেন।গ্রামের মানুষ চিৎকার করে বলতে থাকেন সাাংসদ হিসেবে কি কাজ করেছেন সুভাষ বাবু? 

যদিও সুভাষ বাবুর দাবি,এই জলের সঙ্কটের জন্য দায়ী রাজ্য সরকার। পাশাপাশি,তিনি বলেন কেন্দ্র জলের জন্য টাকা পাঠালেও তা অন্যখাতে ব্যবহার করছে রাজ্য সরকার।তাই জলের প্রকল্প থমকে আছে। এতে তৃণমূলেরই ক্ষতি। ওদের ভোট কমবে।প্রসঙ্গত,শালতোড়ার বিধায়ক বিজেপির চন্দনা বাউরী। এবং সুভাষ বাবুও বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তা স্বত্তেও কেন গ্রামের মানুষ জল পাচ্ছেন না সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখান বলে দাবি করেছেন গ্রামবাসীরা। যদিও বিজেপির পালটা দাবি,গ্রামবাসী নয়,কয়েকজনকে তৃণমূল কংগ্রেস উসকে দিয়ে বিক্ষোভ দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কৌশল নিয়েছে৷

তবে, তৃণমূল বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উটিয়ে দিয়ে বলেন যেমন কর্ম তেমন ফল পাচ্ছেন সুভাষ বাবু।এতে তৃণমূল যুক্ত নয়।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News