দুয়ারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী,বিলি করলেন রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ পত্র ও অক্ষত চাল।

Update: 2024-01-18 18:21 GMT

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আগে শহর জুড়ে দুয়ারে,দুয়ারে বিলি করা হচ্ছে আমন্ত্রণ পত্র। এবং অয্যোধ্যা থেকে আসা কলস নিয়ে বাড়ি,বাড়ি পৌঁছে দেওয়া দেওয়া হচ্ছে অক্ষত চাল। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের রামপুরে বাড়ি বাড়ি গিয়ে নিজে হাতে আমন্ত্রণ পত্র ও অক্ষত চাল বিতরণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার৷ তিনি বলেন, সারা দেশের সাথে বাঁকুড়া সারা সমাজ উন্মাদনায় মেতেছে৷ সারা সমাজ আনন্দিত। তাই তিনি রাজ্যের শাসক দলকেও ওই দিন আনন্দিত হওয়ার আহবান জানান।পাশাপাশি তিনি আক্ষেপের সুরে বলেন ওই দিন রাজ্যের শাসক দল সম্প্রীতি মিছিলের নামে তোষামোদের রাজনীতি করতে ময়দানে নামছেন।এটা ঠিক হচ্ছে না।

আমন্ত্রণ পত্র ও অক্ষত চাল বিতরণের পাশাপাশি, রাম চন্দ্রের বড়ো,বড়ো কাট আউট বানানোর কাজ চলছে। আগামী কাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এই কাটআউট প্রতিষ্ঠা করে সেখানে নাম কীর্তন। এবং এই কাটআউটের সামনে ২২ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখানো হবে সরাসরি। বসানো হবে জায়েন্ট স্ক্রিন। অঞ্চলে,অঞ্চলে তার প্রস্তুতিও এখন চুড়ান্ত পর্যায়ে৷

👁️‍🗨️দেখুন 🎦ভিডও 👇

Full View


Tags:    

Similar News