পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল- বিজেপিতে সংঘাত,উত্তাল পুরন্দরপুর।

পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত একজন নির্দলের সমর্থনে বিজেপি এদিন ভোটাভুটিতে জয়লাভ করে বোর্ড দখল করে৷ এদিকে,বিজেপি বোর্ড দখল করলেও তৃণমূল এই ভোটাভুটিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে ফের ভোটাভুটির দাবি তুলছে।

Update: 2023-08-10 18:16 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্রকরে ঝামেলার আশঙ্কা ছিল আগে থেকেই।সেই মতো সকাল থেকেই পুরন্দরপুরে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। পুলিশের সামনেই তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাতের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডলের অভিযোগ, তৃণমূল তাদের কার্যকর্তাদের ওপর হামলা চলায়। বিজেপির কর্মী,সমর্থক এবং কার্যকর্তা মিলিয়ে প্রায় জনা ১৫ আহত হন।তাদের মধ্যে ৫ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়।

তার দাবী,পুলিশের সামনেই তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের ওপর আক্রমণ করে।পুলিশ সক্রিয় থাকলে এতজন আহত হতেন না। যদিও তৃণমূল কংগ্রেসের দুই নাম্বার ব্লকের সভাপতি বিধান সিংহ, বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে, পালটা বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে খাতা পত্র ছেঁড়ার অভিযোগ তোলেন।বাঁকুড়া দুই নাম্বার ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত একজন নির্দলের সমর্থন নিয়ে বিজেপি এদিন ভোটাভুটিতে জয়লাভ করে বোর্ড দখল করে৷ এদিকে,বিজেপি বোর্ড দখল করলেও তৃণমূল এই ভোটাভুটিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে ফের ভোটাভুটির দাবি তুলছে।

এখন দেখার, শেষ অবধি জেলা নির্বাচন দপ্তর কি সিদ্ধান্ত নেয়  তার ওপরই নির্ভর করছে এই পঞ্চায়েত বোর্ডের ভবিষ্যৎ।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News