স্ট্রং রুমের বাইরে ব্যালট উদ্ধার কান্ডে বড়জোড়ার বিডিও,বাঁকুড়ার এসডিও ও প্রিসাইডিং অফিসার কে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের।

Update: 2023-08-02 19:34 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্ট্রং রুমের বাইরে ব্যালট পেপারের বান্ডিল উদ্ধার কান্ডে বড়জোড়ার বিডিও,বাঁকুড়ার এসডিও এবং সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার কে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের। আগামী ৮ ই আগস্ট এই তিন আধিকারিক কে কলকাতা উচ্চ আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। যদিও,রাজ্য সরকারের পক্ষে দাবি করা হয় গ্রামের মানুষ জাল ব্যালট পেপার ছাপিয়ে এই কান্ড ঘটিয়েছেন।তবে,রাজ্যের এই দাবি ধোপে টেকেনি। বিচারপতি সিনহা পালটা প্রশ্ন তোলেন গ্রামের মানুষ ব্যালট ঝাপানোর টাকা পাবেন কোথা থেকে? তাদের কারা ফান্ডিং করছেন?

 এবং এই ব্যলটের সত্যতা যাচাইয়ের পাশাপাশি,স্ট্রং রুমের বাইরে এত গুলি (২৪৮ টি) ব্যালট পেপার কি ভাবে এল তা জানার জন্যই বাঁকুড়ার এসডিও,বড়জোড়ার বিডিও এবং বড়জোড়ার ১৬৭ নাম্বার বুথের প্রিসাইডিং অফিসার কে তলব করা হয়েছে।প্রসঙ্গত,গত ১১ ই জুলাই স্টেং রুমের বাইরে থেকে সিপিএমের জিলা পরিষদ নির্বাচনে প্রার্থী শ্যামলী রায়ের পক্ষে ছাপ দেওয়া এই ব্যালট পেপারের বান্ডিল উদ্ধার হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শ্যামলী রায়। সেই মামলার শুনানি হয় বুধবার। 

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News