"ভাইয়েদের হাতেই সুরক্ষিত থাকুক বোনের"-তালডাংরায় বিজেপির ভাইফোঁটা কর্মসূচিতে যোগ দিয়ে বার্তা লকেটের।

ভাইফোঁটাকে উপ নির্বাচনের প্রচারে কাজে লাগাতে এবার বড়ো কর্মসূচি নিল বিজেপি। এখানে, পাঠানো হল বিজেপির তারকা নেত্রী,রাঢ়বঙ্গ জোন কনভেনার লকেট চট্টোপাধ্যায়কে।যেহেতু এই কেন্দ্রে বিজেপি মহিলা প্রার্থী দিয়েছে,তাই প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী এবং লকেট দেবী সহ মহিলা মোর্চার বোনেদের দিয়ে তালডাংরায় গণ ভাইফোঁটার কর্মসুচি হাতে নেয়।;

Update: 2024-11-03 13:52 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন  : একদিকে আরজি কর কান্ডের আবহ,অন্যদিকে তালডাংরায় দুয়ারে উপ নির্বাচন। তাই, ভাইফোঁটাকে উপ নির্বাচনের প্রচারে কাজে লাগাতে এবার বড়ো কর্মসূচি নিল বিজেপি।সারা রাজ্য জুড়েই যদিও বিজেপি এদিন এই কর্মসুচি পালন করে।তবে তালডাংরায় উপ নির্বাচন থাকায় এখানে পাঠানো হয় বিজেপির তারকা নেত্রী তথা রাঢ়বঙ্গ জোন কনভেনার লকেট চট্টোপাধ্যায়কে। বিশেষ করে,যেহেতু এই কেন্দ্রে বিজেপি মহিলা প্রার্থী দিয়েছে,তাই প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী এবং লকেট দেবী সহ মহিলা মোর্চার বোনেদের দিয়ে এদিন তালডাংরায় এই বিশেষ গণ ভাইফোঁটার কর্মসুচি হাতে নেয়। এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও,ছিলেন বিধায়ক নীলাদ্রি দানা সহ অন্যন্য দলীয় কার্যকর্তারা।

এদিন,ফোঁটা দেওয়ার পর লকেট চট্টোপাধ্যায় বলেন, ভাইয়েদের হাতেই বোনেরা সুরক্ষিত থাকুক এটাই তিনি কামনা করলেন। লকেট দেবীর সাথে ভাইফোঁটা দেন প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীও। তিনি বলেন,ভাইদের মঙ্গল কামনায় এই ভাইফোঁটার কর্মসুচি। এতে উৎসবে রাজনীতির যে তত্ত্ব বিরোধীরা খাড়া করতে চাইছেন তা ঠিক নয়।অন্যদিকে,প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, এই গণ ভাইফোঁটার মঞ্চ থেকে আরজিকর কান্ডের বিচারের দাবিকে আরো জোরালো করার পাশাপাশি,বোনেদের সুরক্ষার অঙ্গীকার নেওয়া হল।যদিও,তৃণমূল বিজেপির এই কর্মসুচিকে উৎসবকে রাজনীতির সাথে মেশানোয় অপ কৌশল বলে কটাক্ষ করেছে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News