বিষ্ণুপুরে এসে তৃণমূল নেতাদের চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আগামীকাল যাবেন সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের অভিযোগ শুনতে।

আগামী কাল হাইকোর্টের নির্দেশে, নির্যাতিতা মহিলাদের অভিযোগ জানতে সন্দেশখালি যাচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং ওই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে এভিডেভিড দাখিল করবেন তিনি।

Update: 2024-03-15 17:43 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের কর্মী সভা এদিন কার্যত জনসভার আকার নেয়।বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চ কানায়,কানায় ভরে যায়।এই কর্মীসভায় উপচে পড়া ভীড় দেখে উচ্ছাস চেপে রাখতে পারেননি বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।ভীড়ে ঠাসা এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম ধরে ধরে হুঁশিয়ারি দেন।তিনি বলেন,এদের শাজাহানি কারবার চলবে না সব বন্ধ করে দেওয়া হবে।মঞ্চে বক্তব্য শেষে এদিন সাংবাদিক বৈঠক করেন প্রিয়াঙ্কা দেবী।তিনি তার হুঁশিয়ারি প্রসঙ্গে বলেন,যারা শেরের (বাঘের) চামড়া পরে হিরোগিরি করছে,তাদের সময় ঘনিয়ে এসেছে। 

তাদের চামড়া তুলতে দু মিনিটও লাগবে না।আর চামড়া তুলে ফেললেই এই সব তৃণমূল নেতার যে আসলে ইঁদুর,তা প্রকাশ পেয়ে যাবে৷ এদিকে,আগামী কাল হাইকোর্টের নির্দেশে, নির্যাতিতা মহিলাদের অভিযোগ জানতে তিনি সন্দেশখালি যাচ্ছেন।এবং ওই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে এভিডেভিড দাখিল করবেন বলেও জানান এই আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News