বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :পঞ্চায়েত ভোটের জন্য প্রথম ধাপে বাঁকুড়ায় মোতায়েন করা হল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।আজ জেলার জঙ্গলমহলের বারিকুল থেকে এক কোম্পানি সিআরপিএফ বাহিনী বাঁকুড়া সদর থানায় এসে পৌঁছায়।এই বাহিনী বিভিন্ন গ্রামীণ এলাকায় টহল দেবে বলে সুত্রের খবর। প্রসঙ্গত,রাজ্য নির্বাচন কমিশন প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল।এখন এক ধাক্কায় তা বাড়িয়ে ৮২২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে স্থির করেছে কমিশন।সেই মতো আরও ৮০০ কোম্পানি বাাহিনী চেয়ে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে।ইতিমধ্যেই ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানোর প্রক্রিয়া শুরু করতে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর।
এদিকে, রাজ্যের ২২ টি জেলায় প্রথম ধাপে ১ কোম্পানি করে বাহিনী মোতায়েনের কাজ শুরু হল এদিন।সেই মতো আজ বাঁকুড়া সদর থানায় এক কোম্পানি বাহিনী এসে পৌঁছয়। ধাপে,ধাপে আরও বাহিনীর সংখ্যা বাড়ানো হবে বলে কমিশন সুত্রে জানা গেছে।
👁️🗨️ দেখুন 🎦ভিডিও। 👇
Bankura24x7 বাঁকুড়ার রোজ নামচা নজরে রাখুন,খবরে থাকুন।Click here to Download Bankura24x7 App.