জঙ্গলমহলের সারেঙ্গায় অভিষেকের রোড শোতে জনতার ঢল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রার পর আজকের জন সংযোগ যাত্রাও তৃণমূল কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্কের মন ভরিয়ে দিয়েছে বলে সুত্রের খবর। এখন,এর প্রতিফলন ভোট বাক্সে কতখানি পড়ে তার ওপরই নির্ভর করছে তৃণমূল প্রার্থীদের ভবিষ্যত।;

Update: 2023-07-03 16:39 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জঙ্গলমহলের সারেঙ্গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত ভোটের পথ প্রচারে ব্যাপক সাড়া মেলায় তৃণমূল নেতাদের মুখের হাসি এদিন অনেক খানি চওড়া হয়েছে।দলের পঞ্চায়েত ভোটের পর্যবেক্ষক তথা রাজ্য তৃণমূলের অন্যতম মুখমাত্র সমীর চক্রবর্তী, বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, এবং বিদায়ী জিলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, তালডাংরার বিদায়ক অরুপ চক্রবর্তীরা আজকের রোড শোতে জনতার জমায়েত দেখে আশাবাদী যে,গত বিধানসভার থেকেও এবার পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হবে। 


 গত লোকসভায় বাঁকুড়ার জঙ্গলমহল তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।সেই জঙ্গলমহল আবার গত বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ রক্ষা করেছে।এখানকার রাইপুর,রানিবাঁধ, তালডাংরার তিনটে আসনেই বিজয়ী হয় তৃণমূল প্রার্থী। এবং দল রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি কে খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রার পর আজকের জন সংযোগ যাত্রাও তৃণমূল কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্কের মন ভরিয়ে দিয়েছে বলে সুত্রের খবর। এখন,এর প্রতিফলন ভোট বাক্সে কতখানি পড়ে তার ওপরই নির্ভর করছে তৃণমূল প্রার্থীদের ভবিষ্যত। এদিন অস্থায়ী হেলিপ্যাডে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তারপর, গোবিন্দপুর মোড় থেকে মিশন মাঠ পর্যন্ত রোড শোতে অংশ নেন তিনি।রাস্তার দুই পাশে উপচে পড়ে জনতার ভীড। অভিষেক কে ঘিরে জঙ্গলমহলের মানুষের উৎসাহ দেখে আপ্লুত হয়ে পড়েন অভিষেকও। আসুন দেখে নেওয়া যাক এই রোড শোয়ের কোলাজ।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News