গঙ্গাজলঘাটির চয়নপুর মোড়ে সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে বিতর্কিত পোস্টার,শুরু তৃণমূল - বিজেপি চাপান উতোর।

সুত্রের খবর,সৌমিত্র খাঁয়ের অনুগামীরা ইতিমধ্যেই এই পোস্টার পড়ার কারন খুঁজতে জোর কদমে ময়দানে নেমে পড়েছেন।তারা খোঁজ করছেন এই পোস্টার কান্ডে আদৌ তৃণমূল যোগ আছে? না দলেরই সৌমিত্র খাঁ বিরোধী লবির কাজ? তা স্পষ্ট হলেই দিল্লীতে রিপোর্ট পাঠাবেন তারা।;

Update: 2023-09-28 11:24 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ফের পোস্টার বিতর্ক! বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে পোস্টারে ছয়লাপ জেলার গঙ্গাজলঘাটির চয়নপুর মোড়। এখানে বৃহস্পতিবার সাত সকালে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নামে পড়া পোস্টার গুলি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে।এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় রাজনৈতিক মহলেও। সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এই সব পোস্টারে অভিযোগ তুলে লেখা হয়েছে টাকার বিনিময়ে বিধানসভার টিকিট বিক্রি করেছেন এই বিজেপি সাংসদ।পাশাপাশি, সৌমিত্র খাঁকে চোর,চরিত্রহীন বলে আখ্যাও দেওয়া হয়েছে এই পোস্টার গুলিতে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন,রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে। এদিকে,এই পোস্টার কান্ডের জেরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের মধ্যে চাপান উতোর চলছে পুরোদমে।বিজেপি নেতৃত্বের দাবী, লোকসভা ভোটের আগে নিজেদের পরাজয় বুঝতে পেরে এই নোংরা পোস্টার রাজনীতির খেলায় নেনেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা।এটা তৃণমূল কংগ্রেসেরই কাজ বলে সংবাদ মাধ্যমে জোরালো দাবি তুলেছেন,গঙ্গাজলঘাটি সদর মণ্ডল বিজেপির সভাপতি রাজীব তেওয়ারি। তিনি বলেন, এভাবে সৌমিত্র খাঁয়ের ভাবমূর্তি খুন্ন করতে পারবে না তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে,বিজেপির অভিযোগ অস্বীকার করে, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে পালটা দাবি করেছেন গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হৃদয় মাধব দুবে। তিনি বলেন, এই ধরনের নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করেনা। সৌমিত্র খাঁয়ের নামে এমন পোস্টার আকছার পড়ে।কিছুদিন আগে বিষ্ণুপুরে পোস্টার পড়েছিল। তার রেশ কাটতে না কাটতে এবার গঙ্গাজলহগাটিতে পোস্টার পড়ল। সুত্রের খবর,এই ঘটনায় সৌমিত্র খাঁয়ের অনুগামীরা ইতিমধ্যেই পোস্টার পড়ার কারন খুঁজতে জোর কদমে ময়দানে নেমে পড়েছেন।তারা খোঁজ করছেন এই পোস্টার কান্ডের সাথে আদৌ তৃণমূল যোগ আছে?

না, বিজেপির সৌমিত্র খাঁ বিরোধী লবির কাজ?তা স্পষ্ট হলেই দিল্লীতে রিপোর্ট পাঠাবেন তারা।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও।👇

Full View


Tags:    

Similar News