পঞ্চায়েত সমিতির বিজয়ী বিজেপি প্রার্থীকে পরাজিত হিসেবে ঘোষণার অভিযোগ,ব্লক অফিসে বিক্ষোভ,হাইকোর্টে যাচ্ছে বিজেপি।

Update: 2023-07-14 01:19 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিজেপির বিজয়ী প্রার্থী ব্লক অফিসে জয়ের শংসা পত্র আনতে গিয়ে পড়লেন মহা বিড়াম্বনায়। গণনার দিন ফলাফলে জানেন তিনি জয়ী হয়েছেন। অথচ শংসাপত্র নিতে এসে দেখেন বিজয়ী ঘোষণা করা হয়েছে তৃণমূল প্রার্থীকে। ঘটনাটি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার। এখানকার গঙ্গজলঘাটি পঞ্চায়েত সমিতির ১৮ নাম্বার আসনের বিজেপি প্রার্থী বন্দনা সিংহের অভিযোগ তার জয়ী আসনে গণনায় কারচুপি করে তাকে হারিয়ে দিয়েছে ব্লক প্রশাসন। এই ঘটনার প্রতিবাদে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিলেশ্বর সিনহার নেতৃত্বে বৃহস্পতিবার গঙ্গাজলঘাটি ব্লক অফিসে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি।

বিলেশ্বর বাবু বলেন এই ঘটনার সুবিচার পেতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। অন্যদিকে,বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত বলেন এই অভিযোগ ভিত্তিহীন। কোথাও ভুল বোঝবুঝি হয়েছে৷ বিজেপি প্রার্থী এই আসনে ১০ ভোটে পরাজিত হয়েছন।আর বিজেপির গণনা প্রতিনিধিরা হয়তো শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে না থাকায় সর্ব শেষ আপডেট জানতে পারেন নি। তাই এই সমস্যা হচ্ছে।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News