"রাজনৈতিক ময়দানে আসুন,আপনাকে আমি দেখে নেব"- সৌমিত্রকে চ্যালেঞ্জ সায়ন্তিকার।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সোমবার বাঁকুড়ার জয়পুরের কুম্ভস্থলের কাছে বিজেপির লোকজনের বিক্ষোভ এর মুখে পড়া এবং তার ওপর হামলা। এবং তার পাইলট কারে ইট বৃষ্টির ঘটনার পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে খোলা চ্যালেঞ্জ ছুউলেন। তিনি তার ওপর বিক্ষোভ এর জন্য সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলার পাশাপাশি বলেন অবরোধ আর বিক্ষোভ এর সার্কাস ছেড়ে রাজনীতির ময়দানে আসুন। আমি এদিন ভয়ে পালিয়ে যায় নি।
সাধারণ মানুষের অসুবিধার কথা ভেব অন্য পথেগন্তব্যের উদ্দেশ্যে রওনা দি ঠিকই। তার মানে এই নয় যে আপনাকে ভয় পায়।আপনি রাজনীতির ময়দানে আসুন,আমি আপনাকে দেখে নেব- ঠিক এই ভাষাতেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇