জেলায় বৃহস্পতিবার ৮৫ টি পঞ্চায়েতে বোর্ড গঠন,বৃন্দাবনপুরে বামের সমর্থনে,তেঘরিতে লটারিতে বিজেপির বোর্ড গঠন।

Update: 2023-08-11 01:54 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৃহস্পতিবার জেলায় ৮৫ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়।ত্রিশঙ্কু অবস্থায় থাকা বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে বোর্ড গঠন করল বিজেপি। এই পঞ্চায়েতের মোট ১৬ টি আসনের মধ্যে ৮ টি করে আসন পেয়েছিল তৃণমূল ও বিজেপি। বোর্ড গঠনের ভোটাভুটিতে প্রধান, ও উপপ্রধান হিসেবে নাম প্রস্তাব করে দুই দলই। এবং ফল হয় সমান সমান। চুড়ান্ত ফলাফল নির্ধারণ করতে লটারি করা হলে তাতে বিজেপির প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন। বৃহস্পতিবার ছাতনায় ৭টি পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে। ১ টি বিজেপি ও বাকী ৬টিতে বোর্ড গঠন করেছে তৃণমূল।

অন্যদিকে, বড়জোড়ার বৃন্দাবনপুর পঞ্চায়েতে সিপিএম প্রার্থীর সমর্থন নিয়ে বোর্ড গঠন করেছে বিজেপি। ওই পঞ্চায়েতে ৫টি করে আসনে জেতে তৃণমূল ও বিজেপি। একটিতে জয়লাভ করে সিপিএম। এর ফলে পঞ্চায়েতটি ত্রিশঙ্কু অবস্থায় ছিল। সিপিএম প্রার্থী বিজেপির প্রস্তাবিত প্রধান, উপপ্রধানকে সমর্থন করায় বিজেপির বোর্ড গঠন হয়। জঙ্গলমহলের সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে বাম ও কুর্মী প্রার্থীরা ভোটাভুটিতে বিরত থাকায় এক নির্দল প্রার্থীর সমর্থনে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া দুই নাম্বার ব্লকের পুরন্দরপুরে বিজেপি নির্দলের সমর্থনে বোর্ড গঠন করে। এখানে বোর্ড গঠনকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয়।

তৃণমূল - বিজেপি সংঘাতের ফলে এলাকা উত্তল হয়ে ওঠে। বিজেপির অভিযোগ তৃণমুলের হামলায় তাদের ১৫ জন আহত হয়েছেন।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News