তালডাংরা উপ নির্বাচন : "বিজেপি প্রার্থীর গা থেকে এখনও তৃণমূলের গন্ধ যায় নি" -মনোনয়ন পত্র জমা দেওয়ার পর বিপক্ষকে কটাক্ষ তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর।

তৃণমূল কংগ্রেসের সব গোষ্ঠীর নেতারাই গোষ্ঠী কোঁদলের উর্দ্ধে উঠে মনোনয়নের মহা মিছিলে পা মেলান।তবে ভোট মেশিনে এই গোষ্ঠী মিলনের কতখানি প্রভাব পড়ে? তার ওপরই নির্ভর করছে ফাল্গুনী বাবুর ভোটের ভবিষ্যত!এমনটাই মনে করছেন এলাকার রাজনৈতিক বোদ্ধারা।;

Update: 2024-10-25 11:58 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : জঙ্গলমহলের জাগ্রত দেবী লক্ষ্মীসাগরের রঙ্কিণী মাতার মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে তালডাংরা বিধানসভা উপ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। মন্দিরে পুজো সেরে তিনি মনোনয়নের মহা মিছিলে যোগ দেন। এদিনের ডানার আবহে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষে করে যেভাবে মিছিলে কর্মী সমর্থকদের সমাগম হয়েছিল,তা দেখে আপ্লুত ফাল্গুনী বাবু। তিনি বলেন এত মানুষের সমাগমই।তৃণমূল কংগ্রেসের জয়ের আগাম আভাস দিচ্ছে।জয় তো নিশ্চিত বরং মার্জিন বাড়ানোটাকেই তিনি চ্যালেঞ্জ হিসেবে নিতে চান। এদিন, সাংবাদিক দের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন:

এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতিপক্ষ নেই বললেই চলে,আর যাঁকে প্রধান প্রতিপক্ষ হিসেবে মিডিয়াতে দেখানো হচ্ছে সেই বিজেপি প্রার্থীর গা থেকে এখনও তৃণমূলের গন্ধ যায় নি!তাই এবারে তালডাংরার মানুষ ভুমিকন্যার স্বতকমাধারীকে ভোট দেবেন না। তারা মা,মাটি মানুষের প্রতীকেই সমর্থন দেবেন।এদিন,মনোনয়নের মহা মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী, সভাধিপতি অনুসূয়া রায়,বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার,জিলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ,মৎস কর্মাধ্যক্ষ সুজাতা মন্ডল,

তৃণমূল কংগ্রেসের তালডাংরা ব্লক সভাপতি তারাশঙ্কর রায়,ইন্দপুরের ব্লক সভাপতি রেজাউল খান সহ অন্যন্য নেতা ও নেত্রীরা। এদিন, তৃণমূল কংগ্রেসের সব গোষ্ঠীর নেতারাই গোষ্ঠী কোঁদলের উর্দ্ধে উঠে মনোনয়নের মহা মিছিলে পা মেলান।তবে ভোট মেশিনে এই গোষ্ঠী মিনের কতখানি প্রভাব পড়ে তার ওপরই নির্ভর করছে ফাল্গুনী বাবুর ভোটের ভবিষ্যত!এমনটাই মনে করছেন এলাকার রাজনৈতিক বোদ্ধারা।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News