ভোট বড়ো বালাই!নাস্তিক বামেরাও তালডাংরায় আয়োজন করল গণ ফোঁটার,পরিস্থিতিতে পড়ে ভাবতে হচ্ছে, সাফাই দিলেন অমিয় পাত্র।

দক্ষিণ পন্থী দলের ক্ষেত্রে এমন কর্মসুচি নতুন কিছু নয়, তবে এবার বামেদেরও এক শ্রেণিতে সহাবস্থান তালডাংরা উপ নির্বাচনে উল্লেখযোগ্য ঘটনা তা বলাই বাহুল্য।

Update: 2024-11-03 18:46 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন  : দুয়ারে তালডাংরা বিধনসভার উপ নির্বাচন।আর এই উপ নির্বাচনের প্রচারে এবার বামেরাও ভাইফোঁটাকে হাতিয়ার করে কোমর বেঁধে নেমে পড়লেন দক্ষিনপন্থীদের আদলে গণ ফোঁটার কর্মসুচিতে। আর এই ঘটনায় অনেক আগমার্কা কমিউনিষ্টরাও নাকি হিসেব মেলাতে পারছেন না। প্রসঙ্গত, তালডাংরা বিধানসভায় বাম প্রার্থী হিসেবে লড়াই করছেন সিপিআইএমের দেবকান্তি মহান্তী। তাই সিপিএমের উদ্যোগে 'বোনের কপালে দিলাম ফোঁটা, বিপদের দুয়ারে পড়বে কাঁটা' এই শব্দ গুচ্ছ আউড়ে গণতান্ত্রিক মহিলা সমিতির বোন ও দিদিরা গণ ফোঁটা দেন।তাদের দাবি, 'বাংলার ঘরে ঘরে শান্তি' ফেরানো ও 'মানুষের একতার শক্তি বিকশিত হোক' এই আহ্বান জানাতেই 'গণ ফোঁটা' কর্মসূচি পালিত হল।এমনটাই দাবী করা হয়। 

দলের অসংখ্য কর্মী সমর্থক থেকে পথ চলতি অনেক সাধারণ মানুষজনও সিমলাপালের লক্ষীসাগর সেন্টার মোড়ের এই গণ ফোঁটায় ভাইফোঁটা নেন। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তী, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, জেলা সম্পাদক অজিত পতি, সিমলাপাল এরিয়া কমিটির সম্পাদক বিপ্লব দাস মহন্ত প্রমুখ। তাদের কপালেও ফোঁটা দেন বোনেরা। এই গণ ফোঁটার কর্মসূচি নিয়েই জেলার রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। বামেদের হটাৎ এই পরিবর্তন কি ভোট কুড়ানোর কৌশল না পরিস্থিতির চাপে পড়ে ভারতীয় ধর্মীয় বিশ্বাসের ওপর ভর করে রাজনৈতিক বার্তার ব্যাপ্তি ঘটানোর নয়া এজেন্ডা? তা নিয়েও চর্চা শুরু। তবে,এসবকে আমল না দিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্ষীয়ান বাম নেতা অমিয় পাত্রের সাফাই : 

ভাইফোঁটা কোন নিষিদ্ধ কর্মসুচি নয়,সারা বছর ভাইয়েরা-বোনেরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। বর্তমান পরিস্থতিতে নারী সুরক্ষা যখন প্রশ্নের মুখে, তখনও বামপন্থীরা রাস্তায় রয়েছে। মানুষের দাবিকে মান্যতা দিয়েই ঐই গণ ফোঁটার কর্মসূচী।তবে,আগে কনোদিন এই ভাইফোঁটা নিয়ে ভাবা হয়নি,এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভাবতে হচ্ছে।তালডাংরায় এদিন,বিজেপির গণফোঁটার কর্মসূচিতে অংশ নেন তারকা নেত্রী লকেট চট্টোপাধ্যায়,তৃণমূল প্রার্থীও প্রচারের ফাঁকে ফোঁটা নেন।দক্ষিণ পন্থী দলের ক্ষেত্রে এমন কর্মসুচি নতুন কিছু নয়, তবে এবার বামেদেরও এক শ্রেণিতে সহাবস্থান তালডাংরা উপ নির্বাচনে উল্লেখযোগ্য ঘটনা তা বলাই বাহুল্য।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News