বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাত পোহালেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলার ২২ টি ব্লকের ২২ টি ডিসি থেকে ভোট কর্মীদের ব্যালট, ব্যালট বক্স এবং ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম বিতরন চলছে পুরো দমে। এবং এখান থেকেই গ্রামের ভোট কেন্দ্র গুলিতে রওনা দিচ্ছেন পোলিং পার্টি।ভোট কর্মীদের পাশাপাশি,পুলিশ কর্মীদেরও ডিউটি ভাগ করার ব্যস্ততাও চোখে পড়ে। পুলিশ আধিকারিকরা পুলিশ কর্মীদের বন্ধুক সহ কাজের দায়িত্ব বুঝিয়ে দেন এদিন। জেলায় মোট ৩০৩৫ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।এছাড়া সহায়ক হিসেবে আরও ৬৫ টি ভোট কেন্দ্রে রাখা হয়েছে। এবং মোট সেক্টর ৩৭৬ টি বলে জেলা নির্বাচন দপ্তর সুত্রে জানা গেছে।
এবার জেলায় মোট ২৭,৭০,৫১৪ জন ভোটার রয়েছেন। যাদের মধ্যে পুরুষ ভোটার ১৪,০৫,১৬২ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১৩,৬৫,৩৪৮ পাশাপাশি,অন্যান্য ভোটারের সংখ্যা ৪ জন। তিনটি স্তর মিলিয়ে মোট ৯,৯,৬৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে শনিবার। তাদের মধ্যে গ্রাম পঞ্চায়েতে আছেন ৮০৬৭ জন,পঞ্চায়েত সমিতিতে ১৬৪৭ জন এবং জিলা পরিষদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই পঞ্চায়েত ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য ১৯,৬৮১ জন ভোট কর্মী নিয়োগ করা হয়েছে সারা জেলায়। জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) প্রলয় রায় চৌধুরী জানান,জেলায় মোট ৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।
তাদের বিভিন্ন ব্লকে,ব্লকে পাঠনো হবে। এবং জেলায় এপর্যন্ত ১১৬ টি বুথকে সংবেদনশীল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এই সংখ্য আরও কয়েকটি বাড়ার সম্ভবনাও রয়েছে।
এক নজরে দেখে নিন জেলার পঞ্চায়েত ভোটের সাত কাহন :-
জেলায় মোট ভোটকেন্দ্র
প্রধান-3035
সহায়ক-65
মোট সেক্টর-376
মোট নির্বাচক-2770514
পুরুষ-1405162
মহিলা-1365348
অন্যান্য- 4
মোট নির্বাচনী এলাকা
ZP-56(বিনা প্রতিদ্বন্দ্বী -0)
PS-561 (বিনা প্রতিদ্বন্দ্বী -106)
GP-2982(3129 আসন) (বিনা প্রতিদ্বন্দ্বী -665) মোট প্রার্থী-9968 জন
জিপি-8067
পঞ্চায়েত সমিতি -1647
জিলা পরিষদ - 254
মোট পোলিং কর্মী নিয়োগ-19681
মোট সংবেদনশীল ভোটকেন্দ্র-116
মোট CCTV-2983
মোট ভিডিওগ্রাফি-117
CAPF পেয়েছে- 38টি কোম্পানি
DCRC ভেন্যু-22
গণনা স্থান
গণনা স্থান-২২
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇