বিষ্ণুপুরে প্রাথমিক নির্বাচনী পর্যালোচনায় কি নিদান দিলেন শুভেন্দু অধিকারী? জানতে দেখুন এই 🎦 ভিডিও প্রতিবেদন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লোকসভা ভোটে জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই আসনে তৃণমূলের ভরাডুবি এবং জেলার ১২টি বিধানসভাতেই বিজেপির কাছে পিছিয়ে পড়ার পর এবার দলকে খাদের কিনারা থেকে তুলতে কর্মী,সমর্থকদের নুতন দিশা দেখালেন এই জেলার তৃণমূলের সাংগঠনিক অবজার্ভার শুভেন্দু অধিকারী। আজ বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে প্রাথমিক নির্বচনী পর্যালোচনায় অংশ নেন তিনি।ভোটে ভরাডুবির জন্য নেতৃত্বের পরিবর্তন সমাধানের এক মাত্র পথ নয়, বরং দলের আভ্যন্তরীণ সমস্যায় এখানে বড়ো কারণ বলে দাবী করে শুভেন্দু বাবু নেতাদের "দাদা সুলভ"- আচরন থেকে সরে এসে কর্মীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরন করার নিদান দেন।পাশাপাশি, বলেন ভোটের ফলাফলের নিরিখে সবার সংশোধন করতে হবে। এবং সংযত থাকার পরামর্শ দেন। আগামী বছর জেলায় পুরভোট এবং ২০২১ এ বিধানসভা ভোট রয়েছে। তার আগে সাংগঠনিক খোল নলচে বদলে দল কে নুতন করা গড়ে তোলার কাজটা সেরে ফেলতে চান এই ডাকাবুকো তৃণমূল নেতা।
#দেখুন 🎦ভিডিও। 👇[embed]