#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রবিবারে জেলায় কার্যত ভোটের দামামা শুরু হয়ে গেল। এদিন বিকেলে জেলায় পা রাখলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। তিনি এদিন জেলা তৃণমূল ভবনে দলীয় জেলা নেতাদের সাথে এক প্রস্থ বৈঠকও সারেন।পরে মিলিত হন সাংবাদিক বৈঠকে। প্রথম দফায় দুদিন জেলায় থাকবেন সুব্রত বাবু।সোমবার শহরের ভৈরব স্থান ও মহামায়া মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভোট প্রচারের সুচনা করবেন।
বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতার রবিবার বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার সারেন।
#দেখন 🎦ভিডিও 👇[embed]