মহালয়ার পূণ্য তিথিতে শিবলিঙ্গে সর্প বেষ্টনী, ধর্মপ্রাণ মানুষের ভীড় উপচে পড়ল ইন্দাসের বেতালন গ্রামে।

সাতসকালেই শিবলিঙ্গে সর্প বেষ্টনী দেখতে উপচে পড়ল মানুষের ভীড়। আজ সকালে জেলার ইন্দাস থানার বেতালন গ্রামের ঘটনা।মহালয়ার পূন্য তিথিতে এই ঘটনাকে মহাদেবের মহিমা বলেই মনে করছেন গ্রামের ধর্ম প্রাণ মানুষজন।;

Update: 2020-09-17 11:42 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মহালয়ার সাতসকালে শিব মন্দির পরিস্কার করতে গিয়ে মন্দিরের সেবাইত অসিত কুমার পণ্ডিতের নজরে পড়ে বিশাল আকৃতির সাপ বেষ্টন করে আছে শিবলিঙ্গে।এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান তিনি।খানিক পরে সম্বিত ফিরে এলে,তিনি ঘটনার কথা সবাইকে জানাতেই তা, নিমেষে ছড়িয়ে পড়ে ইন্দাসের বেতালন গ্রাম জুড়ে। এর পরই ভীড় জমে যায় মন্দিরে। সবাই শিবলিঙ্গে সর্প বেষ্টনীর দূর্লভ মুহুর্ত চাক্ষুষ করতে থাকেন।

ইন্দাসের এই শিব মন্দির বহু প্রাচীন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে মন্দিরটি।এই মন্দিরের বহু মাহাত্ম্য কথা ছড়িয়ে আছে। মানুষের বিশ্বাস মহালয়ার পূণ্য তিথিতে শিবের মহিমায় এই সর্প বেষ্টনীর সৃষ্টি হয়েছে।তাই গ্রামের ধর্মপ্রাণ মানুষজন এই দৃশ্য চাক্ষুষ করে পূন্য লাভের জন্য ভীড় জমান মন্দিরে।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News