আমফানের আস্ফালনের মধ্যেই জীবনকে বাজী রেখে ত্রিপলের ছাউনিতে আস্তানা পরিযায়ী শ্রমিকেদের,বাড়ছে বিপদের আশঙ্কা!

Update: 2020-05-20 07:44 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আর কয়েক ঘন্টার মধ্যেই আছড়া পড়বে আমফান।তার আগেই জেলায় শুরু দুর্যোগ। তারই মধ্যে জেলার লক্ষীসাগরে জীবন কে বাজী রেখে গ্রামের ফাঁকা মাঠে বাঁশ,আর ত্রিপল দিয়ে বানানো কোয়ারেন্টাইন ঘরেই রয়েছেন ১৭ জন শ্রমিক। এরা ওড়িশা,তামিলনাড়ু,কলকাতা সহ নানা জায়গা থেকে গ্রামে ফেরেন। ওড়িশার বালেশ্বরের এলুমিনিয়াম ফ্যাক্টরিতে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক লকডাউনে সাইকেল চালিয়ে গ্রামে ফেরেন। গ্রামের লোকজন সতর্কতা মুলক ব্যবস্থা হিসেবে তাদের বাড়ীতে ঢুকতে না দিয়ে ফাঁকা মাঠে ত্রিপলের ছাউনিতে রাখার ব্যবস্থা করেন। কিন্তু আজ দুর্যোগের ঘনঘটায় চরম সমস্যায় পড়েছেন এই পরিযায়ী শ্রমিকরা। সমাজকর্মী সুপ্রভাত লোহার এখানে খাবার,দাবার পৌঁছে দিলেও ঝড়ে এই আস্তানা ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন তিনি। তাই এই শ্রমিকদের বাঁচাতে ব্লক প্রশাসনের সাহায্যের দাবী তুলেছেন তিনি।

লক্ষীসাগর একটা উদাহরণ মাত্র। জেলার বিভিন্ন এলাকায় পাতা,খড়,বাঁশ,বা ত্রিপল দিয়ে গ্রামবাসীদের তৈরি কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে একই সমস্যা র‍য়েছে বলে খবর। জেলা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এই ক্ষেত্রে গ্রামের স্কুল ঘরে বিকল্প কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হোক।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News