সুভাষ সরকারের পথ প্রচারে উত্তেজনা,মার খেলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য।

Update: 2024-04-10 16:37 GMT

বাঁকুড়া ল২৪X৭প্রতিবেদন : ছাতনার তেঘরি অঞ্চলে বিজেপির পথ প্রচারে উত্তেজনা,মার খেলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক সদস্য।এদিন পথ প্রচারে সুভাষ সরকারের কাছে তার পাঁচ বছরের কাজের খতিয়ান চাইতে যান কয়েকজন।এমনকি সুভাষ বাবুকে পরিয়ায়ী পাখি আখ্যা দিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আবির মন্ডল বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিগত ৫ বছরে কি কাজ করেছেন তার কৈফিয়ত চাইতে গেলেই ঘটে বিপত্তি।খানিক মেজাজ হারান সুভাষ বাবু।আবির বাবুর ওপর তাঁর রোষ চরমে ওঠে।আর তা টের পাওয়া মাত্র বিজেপির কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়েন আবির মন্ডলের ওপর।

অভিযোগ তাকে মারধোরও করা হয়। এদিকে,এই ঘটনায় রাজনৈতিক চাপান উতোর চরমে উঠেছে।সুভাষ বাবুর দাবি,তৃণমূল উদেশ্যপ্রণোদিত ভাবে তাকে উত্যক্ত করার কৌশল নিয়েছিল।পাশাপাশি,বহিরাগত এক ব্যক্তি পাঞ্চ হাতে নানা প্রশ্ন করতে থাকে।তেঘরি অঞ্চলে এমপি ল্যাডে যা কাজ হয়েছে তা অন্য কোথাও হয়নি।সেই কারণেই তৃণমূল এসব করছে।কেও হাতে পঞ্চ নিয়ে রোয়াব দেখাবে আর তাকে কি আমরা পুজো করব।অন্যদিকে, তৃণমূল নেতা আবির মন্ডলের পালটা অভিযোগ,বিজেপি কর্মীরা সুভাষ বাবুর সামনেই তাদের ওপর হামলা চালায়।

এদিনের,এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোস্যাল মিডিয়াতে রিতীমত ভাইরাল। যার জেরে,জেলার অন্যন্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যেও এই নিয়ে চর্চা চলছে পুরোদমে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News