শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরীকে কথা দিয়েছিলেন তার বাড়ীতে আসবেন এবং খাওয়া দাওয়াও করবেন।সেই কথা রাখলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই মতো আজ বাঁকুড়ায় বিজেপির পঞ্চায়েত কর্মী সম্নেলনে যোগ দিতে এসে কথা রাখলেন তিনি।গিয়ে পৌঁছলেন গঙ্গাজলঘাটির কেলাই গ্রামে চন্দনার বাড়ীতে। এবং দুপুরে সারলেন মধ্যাহ্ণ ভোজন। চন্দনা দেবী নিজে হাতে এদিন রান্না করেন নানা বাঙ্গালী পদ।তবে সেই পদে কোন রাজকীয় ছোঁয়া ছিল না। সাদামাটা বাঙ্গালী মেনু ডাল,ভাত,মাছের ঝোল, বেগুন ভাজা, আলু ভাজা
আর বাঁকুড়ার আইকন আলুপোস্ত।এদিন এই সাদামাটা আম বাঙ্গালীর রোজের মেনু তৃপ্তি ভরে খান মহাগুরুও এবং খেতে,খেতে বলেও ফেলেন তার বাড়ীতেও এমন বাঙ্গালী খাবার রান্না হয়।মহাগুরুকে এদিন পাতপেড়ে নিজের বাড়ীতে খাওয়াতে পেরে আপ্লুত চন্দনাও।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও।👇