ভোটের আগে গত রাতে সোনামুখীতে বিজেপি প্রার্থীর বাড়ী লক্ষ্য করে বোমাবাজি,এলাকায় চাঞ্চল্য।
বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : ভোটের আগে সোনামুখীতে এক বিজেপি প্রার্থীর বাড়ী লক্ষ্য করে বোমাবাজির ঘটনাকে ঘিরে ৭ নাম্বার ওয়ার্ড জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।পাশাপাশি,এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ। এই ওয়ার্ডের বিব্জেপি প্রার্থী মানস চক্রবর্তীর বাড়ী লক্ষ্য করে ব্যপক বোমাবাজি করা হয়।এবং এই ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আংগুল তুলেছেন বিজেপি প্রার্থী মানস বাবু।এবং তার দাবী বহিরাগত দুষ্কৃতিদের এনে এই বোমাবাজি করে এলাকায় আতঙ্ক ছড়াতে চাইছে শাসক দল। এদিকে,মানস বাবুর অভিযোগ উড়িয়ে দিয়ে এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী এই বোমাবাজির দায় চাপিয়েছেন আরএসপির ওপর। তৃণমূল প্রার্থী কৃষ্ণ গোপাল রায় শনিবার সকালে সমবেদনা জানাতে মানস বাবুর বাড়ীতেও যান।
অন্যদিকে,তৃণমূল প্রার্থীর দাবী ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পালটা এই ঘটনায় তৃণমূল যুক্ত রয়েছে বলে পালটা দাবী করেন এই ওয়ার্ডের গত চারবারের কাউন্সিলর তথা এবারের আরএসপি প্রার্থী তপন দত্ত।ভোটের আগে বোমাবাজি নিয়ে তিন দলের প্রার্থীদের মধ্যে চাপান উতোর শুরু হয়েছে পুরোদমে। একই ভাবে এলাকার ভোটার দের মধ্যেও ছড়িয়েছে চাপা আতঙ্ক। যদিও পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। নির্বিঘ্নে নিরাপদে ভোট দানের জন্য ভোটের দিন কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছে জেলা পুলিশ। তাই অবশ্যই আপনার গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ভোট দিন নিশ্চিন্তে।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇