১৮ নাম্বার ওয়ার্ডের নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী মহা মিছিলের মধ্য দিয়ে শেষ লগ্নের প্রচারে ঝড় তুললেন।

Update: 2022-02-25 17:48 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শেষ দিনের প্রচারে মহা মিছিলে নজর কাড়লেন বাঁকুড়া পুরসভার ১৮ নাম্বার ওয়ার্ডের নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। উদীয় মান সূর্য্য প্রতীক দেওয়া হলুদ পতাকা হাতে অনন্যা দেবীর কর্মী,সমর্থক ও আনুগামীদের পাশাপাশি, এলাকার সাধারণ মানুষজনও মিছিলে অংশ নেন। বিদায়ী পুর বোর্ডের তৃণমূল কংগ্রেসের এই মহিলা কাউন্সিলর কে টিকিট দেয়নি দল। দল প্রার্থী না করায় নির্দল হিসেবেই ভোটের ময়দানে নেমে পড়েন অনন্যা দেবী। তার খেসারত হিসেবে তৃণমূল কংগ্রেস থেকে তাকে ছয় বছরের জন্য বহিষ্কারও করা হয়। কিন্তু তিনি হাল ছাড়েন নি। নিজের ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিলের পর থেকে প্রচারের শেষ

 দিনেও সমান ছন্দে ভোট প্রচার চালিয়ে গেছেন। আজ প্রচারের অন্তিম লগ্নে মহা মিছিলে মানুষের নজর কাড়া জমায়েত দেখে অন্যান্য দেবীও আপ্লুত। এই ওয়ার্ডের মানুষ তাকেই আশীর্বাদ করে ফের জনসেবার সুযোগ দেবেন সংবাদ মাধ্যমে এমনটাই জানালেন তিনি।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News