কোভিড আক্রান্ত বাঁকুড়া জেলার এই দুই প্রার্থী,ঢুকতে পারবেন না গণনা কেন্দ্রে।

Update: 2021-04-30 18:46 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোভিড আক্রান্ত জেলার দুই প্রার্থী! তাই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা কেও ভোট গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না। বাঁকুড়া বিধানসভার সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেস প্রার্থী রাধারাণী বন্দ্যোপাধ্যায় আজ শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে র‍্যাপিড টেস্ট করালে তার কোভিড পজেটিভ রিপোর্ট আসে।


 জানা গেছে মৃদু উপসর্গ থাকায় বাড়ীতেই রয়েছেন তিনি। এবং নিজেকে হোম আইসোলেশনে রেখাছেন। অন্যদিকে, ওন্দা বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ কুমার খাঁ ফের কোভিড আক্রান্ত হয়েছেন এবং গত ছয় দিন ধরে তিনি কলকাতায় বেলেঘাটায় চিকিৎসাধীন রয়েছেন। তার উপসর্গ একটু ঝুঁকিপূর্ণ, তাই হাসপাতালেই আরও কদিন চিকিৎসা চলবে এমনটাই সুত্রের খবর।

তবে অরূপ বাবুর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। তিনি তাই গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না। আমরা বাঁকুড়া২৪X৭পরিবারের পক্ষ থেকে এই দুই প্রার্থীর দ্রুত আরোগ্য কামনা করছি।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News