"খেলা হবে' বনাম খেল খতম'-মনোনয়নের দিনই বিজেপি-তৃণমূলে সমানে,সমানে টক্কর,উত্তাল বিষ্ণুপুর।

Update: 2021-03-12 03:54 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তৃণমূল আর বিজেপি, দুই শিবিরের সমানে,সমানে টক্কর, খেলা হবে বনাম খেল খতম। মাইক,বাজনার বাদ্যি আর স্লোগান পালটা স্লোগান দেওয়া নিয়ে একে ওপরে বচসা।রাস্তায় বসে পড়ে বিক্ষোভ! সবে মিলে মনোনয়নের দিনেই উত্তাল বিষ্ণুপুর।আর, এই অবস্থা সামাল দিতে হিমসিম খেতে হল পুলিশ প্রশাসন কেও।তবে,পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। এরপর সুষ্ঠু ভাবেই চলে মনোনয়ন পর্ব।


 সাংসদ সৌমিত্র খাকে সাথে নিয়ে বিষ্ণুপুর মহকুমার চার বিধানসভায় মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থীরা।বিষ্ণুপুর বিধানসভার তন্ময় ঘোষ , কোতুলপুর বিধানসভার হরকালী প্রতিহার , ইন্দাস বিধানসভার নির্মাল ধারা,সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি মনোনয়ন জমা দেন।

 পাশাপাশি তৃণমূলেরও চার প্রার্থী মনোনয়ন জমা দেন। এই চার প্রার্থী হলেন বিষ্ণুপুর বিধানসভার অর্চিতা বিদ , কোতুলপুর বিধানসভার সঙ্গীতা মালিক , ইন্দাস বিধানসভার রুনু মেটে , সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরা ।

দুই শিবিরই অবশ্য দাবী করেছে ভোটের খেলায় জয়ী হওয়ার। এখন দেখার শেষ হাসি হাসে কোন শিবির? ঘাস ফুল না অষ্টদল পদ্ম?

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News