কোভিড রোগীর সুচিকিৎসা ও টেস্টে মানুষের হয়রানি লাঘবের দাবী তুলে সিএমওএইচের দ্বারস্থ বাঁকুড়ার বিধায়ক।

Update: 2021-05-13 01:51 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোভিড রোগীর সুচিকিৎসা ও টেস্টে মানুষের হয়রানি লাঘবের দাবী তুলে সিএমওএইচের দ্বারস্থ হলেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রি শেখর দানা। তিনি কোভিড যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মাস্ক,পিপিপি,স্যানিটাইজার সরবরাহ যথেষ্ট নয় বলে অভিযোগ তোলেন।


 পাশাপাশি, কোভিড রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং কোভিড পরীক্ষায় মানুষের হয়রানি লাঘব ও সামাজিক দুরত্ব বজায় ঠিক,ঠিক যেন মানা হয়,এবং এক্ষেত্রে স্বাস্থ্য কর্মীরা যেন সক্রিয় থাকেন তার দাবীও জানান বাঁকুড়া স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডাঃ শ্যামল সরেনের কাছে। বুধবার সিএমওএইচের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি, তিনি কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করতে গিয়েছিলেন।

 এরপর সাংবাদিকদের কাছে তিনি জানান,তার বিধানসভা ক্ষেত্রে কোভিড চিকিৎসায় কিকি ঘাটতি রয়েছে। এবং কাঞ্চনপুরে কোভিড টেস্টের যে লাইন সেখানে সামাজিক দুরত্ব মানা হচ্ছেনা। প্রচুর মানুষের ভীড়। ফলে কোভিড সংংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। এই সমস্যা মেটানোর দাবীই তিনি সিএমওএইচকে জানিয়েছেন তিনি। 

👁️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View






Tags:    

Similar News