এক নজরে দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রীসভায় কে কোন দায়িত্ব পেলেন।
বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : এক নজরে দেখেনিন তৃণমূল সরকারের তৃতীয় মন্ত্রীসভায় কে কোন মন্ত্রীর দায়িত্ব পেলেন:
* পূর্ণমন্ত্রী *
মমতা বন্দ্যোপাধ্যায়- স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য পরিবার কল্যাণ, সংস্কৃতি দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
সুব্রত মুখোপাধ্যায়- পঞ্চায়েত, গ্রামোন্নয়ন
পার্থ চট্টোপাধ্যায়- শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি
অমিত মিত্র- অর্থ
সাধন পাণ্ডে- ক্রেতা সুরক্ষা
ফিরহাদ হাকিম- আবাসন ও পরিবহণ
জ্যোতিপ্রিয় মল্লিক- বন ও অপ্রচলিত শক্তি
বঙ্কিমচন্দ্র হাজরা- সুন্দরবন উন্নয়ন
মানস ভুঁইয়া- জলসম্পদ
সৌমেন মহাপাত্র- সেচ ও জলপথ
মলয় ঘটক- আইন
অরূপ বিশ্বাস- বিদ্যুৎ, যুবকল্যাণ, ক্রীড়া
শোভনদেব চট্টোপাধ্যায়- কৃষি
অরূপ রায়- সমবায়
রথীন ঘোষ- খাদ্য ও গণবণ্টন
ব্রাত্য বসু- স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা
পুলক রায়- জনস্বাস্থ্য কারিগরি
শশী পাঁজা- নারী ও শিশুকল্যাণ
স্বপন দেবনাথ- প্রাণিসম্পদ বিকাশ
সিদ্দিকুল্লা চৌধুরী- জনশিক্ষা ও গ্রন্থাগার
বিপ্লব মিত্র- কৃষি বিপণন
উজ্জ্বল বিশ্বাস- কারা
মহম্মদ গুলাম রব্বানি- সংখ্যালঘু দফতর ও মাদ্রাসা শিক্ষা
চন্দ্রনাথ সিনহা- ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র
জাভেদ খান- বিপর্যয় মোকাবিলা
* স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী*
বেচারাম মান্না- শ্রম
সুব্রত সাহা- খাদ্য প্রক্রিয়াকরণ
হুমায়ুন কবীর- কারিগরী শিক্ষা
অখিল গিরি- মৎস্য
চন্দ্রিমা ভট্টাচার্য- পুর নগরোন্নয়ন দফতর.
রত্না দে নাগ- পরিবেশ
বুলু চিক বারিক- অনগ্রসর শ্রেণী কল্যাণ
সুজিত বসু- দমকল
ইন্দ্রনীল সেন- পর্যটন
* প্রতিমন্ত্রী *
দিলীপ মন্ডল - পরিবহন
আকরুজ্জামান - বিদ্যুৎ
শিউলী সাহা- পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন
শ্রীকান্ত মাহাত - বস্ত্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
ইয়াসমিন সাবিনা - সেচ,জলপথ,উত্তরবঙ্গ উন্নয়ন
বীরবাহা হাঁসদা- বন
জ্যোৎস্না মান্ডি - খাদ্য ও সরবরাহ
পরেশ চন্দ্র অধিকারী - স্কুল শিক্ষা
মনোজ তিওয়ারী - ক্রীড়া ও যুব কল্যাণ