আজ বাম কংগ্রেস জোটের আসন রফার বৈঠক, বাঁকুড়ায় কটি আসন ছাড়া হবে কংগ্রেসকে?তা রাজ্যের ওপরই ছাড়লেন জেলা সিপিএম সম্পাদক।

Update: 2021-01-28 07:58 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ রাজ্যের বিধানসভা ভোটে বাম- কংগ্রেস জোটের আসন রফার জট কাটাতে কলকাতায় বৈঠকে বসছেন নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, আব্দুল মান্নান,প্রদীপ ভট্টাচার্যের সাথে বৈঠকে থাকছেন বামফ্রণ্ট চেয়ারম্যান বিমান বসু,সূর্যকান্ত মিশ্র, স্বপন বন্দ্যোপাধ্যায় সহ বাম নেতারা।জানা যাচ্ছে,কংগ্রেস তাদের গত বিধানসভা ভোটে বিজয়ী ৪৪ টি আসনে প্রার্থী দিতে আনড়। অন্যদিকে, বামেরা গতবার পেয়েছিল ৩৩ টি আসন।বিজয়ীর হিসাবে ৭৭ টি আসনে রফার সুত্র মানার পরেও বাকী থাকছে ২১৭ টি আসন। এই আসন গুলির মধ্যে কংগ্রেস ৮৬ টির দাবী জানাবে বলে সুত্রের খবর।


 এদিকে,বাঁকুড়া জেলার ১২ টি আসনের মধ্যে বাঁকুড়া, বিষ্ণুপুর এই দুটি আসনের পাশাপাশি কোতুলপুরে লড়তে চাইছে কংগ্রেসের জেলা নেতৃত্ব। পাশাপাশি,সোনামুখীর জন্যও অতিরিক্ত দাবী জানানো হতে পারে। তবে বাঁকুড়া, বিষ্ণুপুর ও ছাড়াও কোতুলপুর আসনে অণড় থাকছে কংগ্রেস বলে সুত্রের খবর। এদিকে জেলা সিপিএম সম্পাদক অজিত পতি জানান, জেলায় আসন রফার ক্ষেত্রে জেলাগত কোন দাবী তারা রাখছেন না। রাজ্য নেতৃত্ব জোট বৈঠকে যে আসন রফা করবেন তা মেনে ভোটের লড়াইয়ে নামবেন। তবে জেলায় বাম- কংগ্রেস ইতি মধ্যেই যৌথ রাজনৈতিক কর্মসুচী জেলায় পালন করছেন। আসন্ন ব্রিগেডের জন্যও প্রস্তুতি শুরু হয়্র গেছে। বাম- কংগ্রেস বিধান সভা ভোটে জেলাতে জোট বেঁধেই লড়াইয়ে নামছেন।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News