পুয়াবাগানে স্ট্যাচু বিতর্কের জের, এবার ৪০ ফুটের বীরসা মূর্তি স্থাপনের ঘোষণা মন্ত্রী শ্যামল সাঁতরার।

Update: 2020-11-17 11:49 GMT

 বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বীরসা মুন্ডার স্ট্যাচু বিতর্ক ঘিরে এবার জেলায় রাজনৈতিক দড়ি টানাটানি চলছে পুরোদমে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাল্যদানের পর থেকে যে বিতর্ক শুরু হয়েছিল তা কিছুতেই থামছে না। অমিত শাহ বীরসা মুন্ডার নামে একটি শিকারীর স্ট্যাচুতে মালা দিয়ে আদিবাসীদের ভগবান কে অপমান করা হয়েছে এই দাবী তোলে রাজ্য রাজনীতি তোলপাড় করে তৃণমূল।


অমিত শাহের মাল্যদানের পরদিন তৃণমূল দুধ,গঙ্গাজল দিয়ে স্ট্যাচু শুদ্ধিকরণ করে। এর পাল্টা বিজেপির এসটি মোর্চা বীরসার জন্মদিনে এই স্ট্যাচু গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করে। এবং ওই দিন সাংসদ সুভাষ সরকারের মাল্যদান ঘিরে ফের সরব হয় তৃণমূল। এবার এই ইস্যুতে তৃণমূল আরও কোমর বেঁধে নেমে পড়ল। 

 তৃণমূল মন্ত্রী,বিধায়ক ও নেতৃত্ব আদিবাসী দের সাথে নিয়ে বীরসা মুন্ডার বংশভূত সমীর মুন্ডার উপস্থিতিতে পোয়াবাগানে নারকেল ফাটিয়ে বীরসার মূর্তি বসানোর কথা ঘোষণা করল। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।


 তিনি জানান, জেলার সবচেয়ে বড়ী বীরসা মুন্ডার মূর্তি বসিয়ে বিজেপি যে ভাবে বীরসা মুন্ডাকে অপমান করেছে তার বদলা নেবে আদিবাসী সমাজ।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News