দিদি হারার ভয়ে ভোট পাহারার কথা বলছেন, নিরপেক্ষ ভোট হবে,দিদি হারবেন,জঙ্গলমহলে খাতাই খুলতে দেব না দাবী,দিলীপের।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় একদিনে জোড়া নির্বাচনী কর্মসুচীতে যোগ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রথম কর্মসুচী ছিল ছাতনায়। এখানকার বিজেপি প্রার্থী সত্য নারায়ন মুখোপাধ্যায়ের সমর্থনে বারবাকড়া মোড় থেকে ছাতনার দুবরাজপুর পর্যন্ত রোড শোতে অংশ নেন তিনি।
হেলিকপ্টারে চড়ে তিনি ছাতনার বাইপাস রোড সংলগ্ন বামুনকুলিতে অস্থায়ী হেলি প্যাডে নামেন। সেখান থেকে অংশ নেন রোড শোয়ে গতকাল বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মেশিন পাহারার দাওয়াই দিয়েছিলেন। আজ রোড শোয়ে যোগ দিয়ে সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট পাহারার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন তিনি।
দিলীপ বাবু বলেম দিদিমণি হেরে যাওয়ার ভয়েই ভোট পাহারার তত্ত্ব খাড়া করছেন। বিজেপি ভোট লুঠ করেনা,লুঠ করতেও দেয়নাএবার নিরপেক্ষ ভোট হবে। দিদি হারবেন আর জঙ্গলমহলে দিদিকে খাতাই খুলতে দিব না।ছাতনার রোড শোয়ের পর তার রানীবাঁধে রোড শো ও সভায় যোগ দেন তিনি।
প্রসঙ্গত বাঁকুড়া জেলার জঙ্গলমহলে প্রথম দফাই রাইপুর আর রানীবাঁধে ভোট গ্রহণ। এই দুই বিধানসভাতে গত লোকসভায় ভালো মতো এগিয়ে ছিল বিজেপি। এবার বিধানসভায় এই দুই আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেন কিনা সেটাই এখন দেখার।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇